ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে : জিএস ফরহাদ



ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে : জিএস ফরহাদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার দাবি জানান ডাকসুর জিএস এসএম ফরহাদ। আজকের মধ্যে এ বিষয়ে প্রশাসনকে বাধ্য করা হবে বলেও তিনি জানিয়েছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। 

ডাকসুর জিএস বলেন, এভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলতে পারে না। আবাসিক ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে সব আবাসিক ভবনের বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং সেই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষগুলোকে অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে সেখানকার শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। পাশাপাশি অন্যান্য ভবন ও কক্ষগুলো দ্রুত সংস্কার করতে হবে।

ফরহাদ আরও বলেন, পর পর দুদিন ভূমিকম্প পরবর্তী শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষ থেকে স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে। হাজার হাজার শিক্ষার্থীদের জীবনে নিরাপত্তার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে পারে না। প্রশাসন যদি শিক্ষার্থীদের কথা ভেবে জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে ডাকসু শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে বাধ্য করবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ 

বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধ জিএস ফরহাদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে : জিএস ফরহাদ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার দাবি জানান ডাকসুর জিএস এসএম ফরহাদ। আজকের মধ্যে এ বিষয়ে প্রশাসনকে বাধ্য করা হবে বলেও তিনি জানিয়েছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। 

ডাকসুর জিএস বলেন, এভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলতে পারে না। আবাসিক ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে সব আবাসিক ভবনের বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং সেই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষগুলোকে অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে সেখানকার শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। পাশাপাশি অন্যান্য ভবন ও কক্ষগুলো দ্রুত সংস্কার করতে হবে।

ফরহাদ আরও বলেন, পর পর দুদিন ভূমিকম্প পরবর্তী শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষ থেকে স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে। হাজার হাজার শিক্ষার্থীদের জীবনে নিরাপত্তার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে পারে না। প্রশাসন যদি শিক্ষার্থীদের কথা ভেবে জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে ডাকসু শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে বাধ্য করবে।

 

এনএম/ধ্রুবকন্ঠ 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত