ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য



ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য
ছবি: শারাফাত হোসাইন

ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল (ডিইউআই) মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ গৌরবময় সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংসদ।

গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী সায়েদা সাবরিনা আলম একটি কমিটিতে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেন।

এছাড়া মার্কেটিং বিভাগের ১৭ তম আবর্তনের তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কমিটিতে তুরস্কের প্রতিনিধিত্ব করে চমৎকার পারফরম্যান্সের জন্য সেরা অংশগ্রহণকারী পুরস্কারে ভূষিত হন।

অন্যদিকে বাংলা বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী  ফারহা খানম ন্যাশনাল কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স (এনসিএসএ) কমিটিতে অংশগ্রহণ করে কৌশলী বক্তব্য ও বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে অর্জন করেন ভার্বাল মেনশন অ্যাওয়ার্ড।

পুরস্কারপ্রাপ্ত বাংলা বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী ফারহা খানম বলেন, 'এই কনফারেন্স আমার জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার অর্জন করা সত্যিই এক অবর্ণনীয় অনুভূতি। শুরুতে কিছুটা ভয় ও অনিশ্চয়তা থাকলেও প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখেছি। নিজেকে, আমার বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছি। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।'

এই সাফল্যকে উল্লেখ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন এর সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ''আমাদের জাতিসংঘ সংস্থা ক্লাবের এখন সোনালী সময় যাচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত সবার এতো ভালো ফলাফল জন্য। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আরো ভালো ফলাফল নিয়ে আসবো। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কে সারা বাংলাদেশের কাছে তুলে ধরব।"

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কুবি ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল (ডিইউআই) মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ গৌরবময় সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংসদ।

গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী সায়েদা সাবরিনা আলম একটি কমিটিতে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেন।

এছাড়া মার্কেটিং বিভাগের ১৭ তম আবর্তনের তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কমিটিতে তুরস্কের প্রতিনিধিত্ব করে চমৎকার পারফরম্যান্সের জন্য সেরা অংশগ্রহণকারী পুরস্কারে ভূষিত হন।

অন্যদিকে বাংলা বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী  ফারহা খানম ন্যাশনাল কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স (এনসিএসএ) কমিটিতে অংশগ্রহণ করে কৌশলী বক্তব্য ও বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে অর্জন করেন ভার্বাল মেনশন অ্যাওয়ার্ড।

পুরস্কারপ্রাপ্ত বাংলা বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী ফারহা খানম বলেন, 'এই কনফারেন্স আমার জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার অর্জন করা সত্যিই এক অবর্ণনীয় অনুভূতি। শুরুতে কিছুটা ভয় ও অনিশ্চয়তা থাকলেও প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখেছি। নিজেকে, আমার বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছি। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।'

এই সাফল্যকে উল্লেখ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন এর সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ''আমাদের জাতিসংঘ সংস্থা ক্লাবের এখন সোনালী সময় যাচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত সবার এতো ভালো ফলাফল জন্য। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আরো ভালো ফলাফল নিয়ে আসবো। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কে সারা বাংলাদেশের কাছে তুলে ধরব।"

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত