ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জাবি ভর্তি পরীক্ষায় প্রথম ৮ দিনেই আবেদন সংখ্যা ১ লক্ষাধিক



জাবি ভর্তি পরীক্ষায় প্রথম ৮ দিনেই আবেদন সংখ্যা ১ লক্ষাধিক
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম আট দিনে বিভিন্ন ইউনিটে আবেদন করেছেন মোট ১ লক্ষ ২১ হাজার পাঁচশত'র বেশি শিক্ষার্থী।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজার সাথে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস। এসময় তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানান।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দুপুর ১ টা পর্যন্ত বিভিন্ন ইউনিটে মোট ১ লক্ষ ২১ হাজার পাঁচশত শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করেছেন। এর মধ্যে এ' ইউননিটে মোট ৩৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। 'বি' ইউনিটে আবেদন করেছেন ১০ হাজার ৬ শত জন। 'সি' ইউনিটে ২৩ হাজার ৯ শত জন, 'সি১' ইউনিটে ১ হাজার ৪ শত ৫০ জন, 'ডি' ইউনিটে ৪১ হাজার জন,'ই' নিউনিটে ৬ হাজার ১ শত ৫০ জন এবং আইবি-জেইউ'তে এখন পর্যন্ত ২ হাজার ৪০০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ৮ শত ৪২ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। সে হিসেবে এখন পর্যন্ত আবেদনকৃত শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী, ইতোমধ্যে আসন প্রতি প্রায় ৬৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। আবেদন চলবে ৭ ডিসেম্বর রাত ১১:৫১ মিনিট পর্যন্ত।

একাডেমিক ছুটির দিন ব্যতীত আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আবেদন সম্পন্ন হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

 

বিষয় : জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি ভর্তি পরীক্ষা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


জাবি ভর্তি পরীক্ষায় প্রথম ৮ দিনেই আবেদন সংখ্যা ১ লক্ষাধিক

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম আট দিনে বিভিন্ন ইউনিটে আবেদন করেছেন মোট ১ লক্ষ ২১ হাজার পাঁচশত'র বেশি শিক্ষার্থী।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজার সাথে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস। এসময় তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানান।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দুপুর ১ টা পর্যন্ত বিভিন্ন ইউনিটে মোট ১ লক্ষ ২১ হাজার পাঁচশত শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করেছেন। এর মধ্যে এ' ইউননিটে মোট ৩৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। 'বি' ইউনিটে আবেদন করেছেন ১০ হাজার ৬ শত জন। 'সি' ইউনিটে ২৩ হাজার ৯ শত জন, 'সি১' ইউনিটে ১ হাজার ৪ শত ৫০ জন, 'ডি' ইউনিটে ৪১ হাজার জন,'ই' নিউনিটে ৬ হাজার ১ শত ৫০ জন এবং আইবি-জেইউ'তে এখন পর্যন্ত ২ হাজার ৪০০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ৮ শত ৪২ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। সে হিসেবে এখন পর্যন্ত আবেদনকৃত শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী, ইতোমধ্যে আসন প্রতি প্রায় ৬৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। আবেদন চলবে ৭ ডিসেম্বর রাত ১১:৫১ মিনিট পর্যন্ত।

একাডেমিক ছুটির দিন ব্যতীত আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আবেদন সম্পন্ন হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত