ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হলেন সাল্লিম মন্ডল রাজন



জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হলেন সাল্লিম মন্ডল রাজন
ছবি: সাল্লিম মন্ডল রাজন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাল্লিম মন্ডল রাজন। তিনি আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এই অর্জনের মাধ্যমে রাজন তার কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

রাজন বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চল PRM টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবেও নির্বাচিত হন, যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি।

এছাড়াও দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালীন সেবায় তার সক্রিয় অংশগ্রহণ ফলে বাংলাদেশ স্কাউট থেকে ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে । রাজন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের PRM ফটোগ্রাফি টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি।

অন্যান্য গুণাবলির পাশাপাশি রাজন একজন প্রতিভাবান আলোকচিত্রী। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় তার একটি আলোকচিত্র প্রদর্শিত হয়, যা বিশেষ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তিনি ইউনেস্কো সহ দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

রাজনের এই সাফল্যে সরকারি মুজিবর রহমান কলেজের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও রোভার স্কাউটস সংশ্লিষ্টরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজন শিক্ষা, স্কাউটিং ও সমাজসেবার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সাল্লিম মন্ডল রাজন জয়পুরহাট স্কাউট নির্বাচিত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হলেন সাল্লিম মন্ডল রাজন

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাল্লিম মন্ডল রাজন। তিনি আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এই অর্জনের মাধ্যমে রাজন তার কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

রাজন বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চল PRM টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবেও নির্বাচিত হন, যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি।

এছাড়াও দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালীন সেবায় তার সক্রিয় অংশগ্রহণ ফলে বাংলাদেশ স্কাউট থেকে ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে । রাজন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের PRM ফটোগ্রাফি টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি।

অন্যান্য গুণাবলির পাশাপাশি রাজন একজন প্রতিভাবান আলোকচিত্রী। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় তার একটি আলোকচিত্র প্রদর্শিত হয়, যা বিশেষ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তিনি ইউনেস্কো সহ দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

রাজনের এই সাফল্যে সরকারি মুজিবর রহমান কলেজের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও রোভার স্কাউটস সংশ্লিষ্টরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজন শিক্ষা, স্কাউটিং ও সমাজসেবার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত