ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মেট্রো স্টেশনে গাঁজার বড় চালান : গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী



মেট্রো স্টেশনে গাঁজার বড় চালান : গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী
প্রতীকী ছবি

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোর স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। কিন্তু প্রাথমিকভাবে তাদের নাম কিংবা পরিচয় জানাতে পারেনি এমআরটি পুলিশ।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রো রেলের স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন।

এর আগেও তারা দুবার মেট্রো রেলে করে গাঁজা পরিবহন করেছিলেন বলে জানিয়েছেন।

 

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।

তিনি আরও বলেন, বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে।

 

এমএম/ধ্রুবকন্ঠ

বিষয় : গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী গাঁজা মেট্রো স্টেশন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


মেট্রো স্টেশনে গাঁজার বড় চালান : গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোর স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। কিন্তু প্রাথমিকভাবে তাদের নাম কিংবা পরিচয় জানাতে পারেনি এমআরটি পুলিশ।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রো রেলের স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন।

এর আগেও তারা দুবার মেট্রো রেলে করে গাঁজা পরিবহন করেছিলেন বলে জানিয়েছেন।

 

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।

তিনি আরও বলেন, বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে।

 

এমএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত