ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নাটকের সূত্র ধরে ইরফান সাজ্জাদকে ‘এক্স বয়ফ্রেন্ড’ বললেন কেয়া পায়েল



নাটকের সূত্র ধরে ইরফান সাজ্জাদকে ‘এক্স বয়ফ্রেন্ড’ বললেন কেয়া পায়েল
ছবি: সংগৃহীত

আজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের জন্মদিন। বিশেষ এই দিনে সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে জন্মদিনের শুভেচ্ছার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট।

ইরফান সাজ্জাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার এক্স বয়ফ্রেন্ড।

ব্যস, এই একটি লাইনেই শুরু হয়ে যায় কৌতূহল, জল্পনা আর হাস্যরসের ঝড়।

পোস্টের মন্তব্য ঘরেও যোগ হয় মজার রসদ। অভিনেতা খায়রুল বাসার সেখানে মন্তব্য করেন, ‘মেহরিন, তোমার এক্সকে শুভ জন্মদিনে উইশ করছ ভালো, কিন্তু এসব ছবি যেন আমার সামনে আর না আসে।

এই মন্তব্যের পর অনেকের মনেই প্রশ্নকেয়া পায়েলকেমেহরিনবলে ডাকছেন কেন খায়রুল বাসার? আর সত্যিই কি ইরফান সাজ্জাদ কেয়ার প্রাক্তন প্রেমিক?

আসলে পুরো ঘটনাটিই একটি নাটকীয় মজার প্রেক্ষাপট থেকে তৈরি।

সম্প্রতি প্রচারিত ধারাবাহিক নাটকএটা আমাদেরই গল্প’– একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল খায়রুল বাসার। নাটকের গল্পে দেখা যায়, সামির (খায়রুল বাসার) হঠাৎ করেই মেহরিনকে (কেয়া পায়েল) বিয়ে করে ঘরে তোলে। পরে জানা যায়, সামিরের বড় ভাই ফাহাদ (ইরফান সাজ্জাদ) একসময় মেহরিনের প্রেমিক ছিল। সেই গল্পের রসায়ন থেকেই কেয়া পায়েলের এইএক্স বয়ফ্রেন্ডমন্তব্য।


মজার রেশ আরও বাড়িয়ে ইরফান কেয়ার সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন খায়রুল বাসার। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, লোভী ঘরজামাই ফাহাদ ভাই (ইরফান সাজ্জাদ) মেহরিন (কেয়া পায়েল), এমন ছবি যেন আমার সামনে আর না আসে।

এই পোস্টেও চুপ থাকেননি ইরফান সাজ্জাদ। মজা করে তিনি মন্তব্য করেন, ‘তীব্র প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, পারিবারিক গল্পে মোড়া নাটকএটা আমাদেরই গল্পপরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকারসহ আরও অনেকে।

নাটকের পর্দার গল্প এবার যেন বাস্তব জীবনেও এনে দিল একরাশ হাসি আর অনুরাগীদের জন্য বাড়তি বিনোদন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : এক্স বয়ফ্রেন্ড এটা আমাদেরই গল্প ইরফান সাজ্জাদ কেয়া পায়েল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


নাটকের সূত্র ধরে ইরফান সাজ্জাদকে ‘এক্স বয়ফ্রেন্ড’ বললেন কেয়া পায়েল

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

আজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের জন্মদিন। বিশেষ এই দিনে সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে জন্মদিনের শুভেচ্ছার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট।

ইরফান সাজ্জাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার এক্স বয়ফ্রেন্ড।

ব্যস, এই একটি লাইনেই শুরু হয়ে যায় কৌতূহল, জল্পনা আর হাস্যরসের ঝড়।

পোস্টের মন্তব্য ঘরেও যোগ হয় মজার রসদ। অভিনেতা খায়রুল বাসার সেখানে মন্তব্য করেন, ‘মেহরিন, তোমার এক্সকে শুভ জন্মদিনে উইশ করছ ভালো, কিন্তু এসব ছবি যেন আমার সামনে আর না আসে।

এই মন্তব্যের পর অনেকের মনেই প্রশ্নকেয়া পায়েলকেমেহরিনবলে ডাকছেন কেন খায়রুল বাসার? আর সত্যিই কি ইরফান সাজ্জাদ কেয়ার প্রাক্তন প্রেমিক?

আসলে পুরো ঘটনাটিই একটি নাটকীয় মজার প্রেক্ষাপট থেকে তৈরি।

সম্প্রতি প্রচারিত ধারাবাহিক নাটকএটা আমাদেরই গল্প’– একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল খায়রুল বাসার। নাটকের গল্পে দেখা যায়, সামির (খায়রুল বাসার) হঠাৎ করেই মেহরিনকে (কেয়া পায়েল) বিয়ে করে ঘরে তোলে। পরে জানা যায়, সামিরের বড় ভাই ফাহাদ (ইরফান সাজ্জাদ) একসময় মেহরিনের প্রেমিক ছিল। সেই গল্পের রসায়ন থেকেই কেয়া পায়েলের এইএক্স বয়ফ্রেন্ডমন্তব্য।


মজার রেশ আরও বাড়িয়ে ইরফান কেয়ার সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন খায়রুল বাসার। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, লোভী ঘরজামাই ফাহাদ ভাই (ইরফান সাজ্জাদ) মেহরিন (কেয়া পায়েল), এমন ছবি যেন আমার সামনে আর না আসে।

এই পোস্টেও চুপ থাকেননি ইরফান সাজ্জাদ। মজা করে তিনি মন্তব্য করেন, ‘তীব্র প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, পারিবারিক গল্পে মোড়া নাটকএটা আমাদেরই গল্পপরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকারসহ আরও অনেকে।

নাটকের পর্দার গল্প এবার যেন বাস্তব জীবনেও এনে দিল একরাশ হাসি আর অনুরাগীদের জন্য বাড়তি বিনোদন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত