ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কবে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল



কবে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল
ছবি: সংগৃহীত

২০০৯ সালে অর্থাৎ প্রায় ১৭ বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আমির খানের ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছিল। ছবিটি দর্শকপ্রিয়তাও পায় বেশ। এবার জানা গেল, ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়াল তৈরি হতে যাচ্ছে। 

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ২০২৬ সালে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। 

সিক্যুয়ালে এর আইকনিক তারকা কাস্টের প্রত্যাবর্তন দেখা যাবে বলেও খবর। আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন এবং শারমান যোশী এই সিক্যুয়ালেও থাকবেন বলে শোনা গেছে।

কেমন হবে সিক্যুয়ালের গল্প?

সূত্রটি জানিয়েছে, ‘দলটি এক্সসাইটেড। তারা বিশ্বাস করে যে সিক্যুয়ালটি পার্ট ১-এর মতোই হলে ম্যাজিক করবে।’ 

আরও জানা যাচ্ছে যে, ‘থ্রি ইডিয়টস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে র‍্যাঞ্চো, ফারহান এবং রাজু আলাদা হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পরে এই সিক্যুয়ালটি তৈরি হবে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, আমির খান এবং রাজকুমার হিরানি তাদের দাদাসাহেব ফালকে বায়োপিক আপাতত স্থগিত রেখেছেন কারণ তারা স্ক্রিপ্ট নিয়ে সন্তুষ্ট নন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সিক্যুয়াল থ্রি ইডিয়টস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


কবে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

২০০৯ সালে অর্থাৎ প্রায় ১৭ বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আমির খানের ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছিল। ছবিটি দর্শকপ্রিয়তাও পায় বেশ। এবার জানা গেল, ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়াল তৈরি হতে যাচ্ছে। 

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ২০২৬ সালে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। 

সিক্যুয়ালে এর আইকনিক তারকা কাস্টের প্রত্যাবর্তন দেখা যাবে বলেও খবর। আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন এবং শারমান যোশী এই সিক্যুয়ালেও থাকবেন বলে শোনা গেছে।

কেমন হবে সিক্যুয়ালের গল্প?

সূত্রটি জানিয়েছে, ‘দলটি এক্সসাইটেড। তারা বিশ্বাস করে যে সিক্যুয়ালটি পার্ট ১-এর মতোই হলে ম্যাজিক করবে।’ 

আরও জানা যাচ্ছে যে, ‘থ্রি ইডিয়টস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে র‍্যাঞ্চো, ফারহান এবং রাজু আলাদা হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পরে এই সিক্যুয়ালটি তৈরি হবে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, আমির খান এবং রাজকুমার হিরানি তাদের দাদাসাহেব ফালকে বায়োপিক আপাতত স্থগিত রেখেছেন কারণ তারা স্ক্রিপ্ট নিয়ে সন্তুষ্ট নন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত