মার্কিন পপতারকা কেটি পেরির সাবেক স্বামী ও জনপ্রিয় কৌতুকশিল্পী-অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আবারও ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এবার তাঁর বিরুদ্ধে আরো দুটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের মহানগর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, নতুন অভিযোগ দুটি করেছেন আরো দুই নারী। এখন পর্যন্ত মোট ছয় নারীর অভিযোগে অভিযুক্ত হলেন রাসেল ব্র্যান্ড।
এর আগে চলতি বছরের এপ্রিলে চার নারীর করা অভিযোগের ভিত্তিতে ব্র্যান্ডের বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল একটি ধর্ষণ, দুটি যৌন নিপীড়ন এবং একটি শালীনতাবিরোধী আচরণের অভিযোগ। অভিযোগগুলো ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত।
ওই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে গত মে মাসে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন ব্র্যান্ড। তবে নতুন করে তদন্ত চালানোর পর অতিরিক্ত অভিযোগ যুক্ত হওয়ায় মামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লন্ডনের মহানগর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত নতুন তথ্য ও প্রমাণ যাচাই করেই এই অতিরিক্ত অভিযোগ করা হয়েছে। ৫০ বছর বয়সী রাসেল ব্র্যান্ডকে আগামী ২০ জানুয়ারি ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
অন্যদিকে, এর আগে দায়ের হওয়া পাঁচটি অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৬ জুন, সাউথওয়ার্ক ক্রাউন আদালতে।
বহু বছর ধরে কৌতুকশিল্পী ও অভিনেতা হিসেবে পরিচিত রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ
.png)
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
মার্কিন পপতারকা কেটি পেরির সাবেক স্বামী ও জনপ্রিয় কৌতুকশিল্পী-অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আবারও ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এবার তাঁর বিরুদ্ধে আরো দুটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের মহানগর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, নতুন অভিযোগ দুটি করেছেন আরো দুই নারী। এখন পর্যন্ত মোট ছয় নারীর অভিযোগে অভিযুক্ত হলেন রাসেল ব্র্যান্ড।
এর আগে চলতি বছরের এপ্রিলে চার নারীর করা অভিযোগের ভিত্তিতে ব্র্যান্ডের বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল একটি ধর্ষণ, দুটি যৌন নিপীড়ন এবং একটি শালীনতাবিরোধী আচরণের অভিযোগ। অভিযোগগুলো ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত।
ওই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে গত মে মাসে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন ব্র্যান্ড। তবে নতুন করে তদন্ত চালানোর পর অতিরিক্ত অভিযোগ যুক্ত হওয়ায় মামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লন্ডনের মহানগর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত নতুন তথ্য ও প্রমাণ যাচাই করেই এই অতিরিক্ত অভিযোগ করা হয়েছে। ৫০ বছর বয়সী রাসেল ব্র্যান্ডকে আগামী ২০ জানুয়ারি ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
অন্যদিকে, এর আগে দায়ের হওয়া পাঁচটি অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৬ জুন, সাউথওয়ার্ক ক্রাউন আদালতে।
বহু বছর ধরে কৌতুকশিল্পী ও অভিনেতা হিসেবে পরিচিত রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ
.png)
আপনার মতামত লিখুন