আজ
বছরের
প্রথম
দিনেই
জন্মদিন
ক্লোজআপ
ওয়ান
তারকা
মৌসুমী
আক্তার
সালমার।
তবে
বিগত
কয়েক
বছরের
তুলনায়
এবারের
জন্মদিন
একটু
আলাদা।
কারণ
কিছুদিন
আগেই
তার
জীবনে
কালবৈশাখী
বয়ে
যায়।
তার
সুখের
সংসার
আবার
ভেঙে
যায়।
গতকাল
বুধবার
(৩১ ডিসেম্বর) দেশের
সবগুলো
গণমাধ্যমে
চাউর
হয়
এই
গায়িকার
সংসার
ভাঙার
খবর।
সংসার
জীবনের
দ্বিতীয়
ইনিংসে
এসে
সাত
বছরের
দাম্পত্য
জীবনের
ইতি
টানলেন
কণ্ঠশিল্পী
মৌসুমী
আক্তার
সালমা।
ফেসবুক
স্ট্যাটাসে
বিচ্ছেদের
বিষয়টি
প্রথমে
জানান
তার
স্বামী
আইনজীবী
সানাউল্লাহ
নূর
সাগর।
প্রতিবার
জন্মদিনে
স্বামীকে
নিয়ে
আনন্দ-উল্লাসেই
কাটিয়ে
দেন
এই
গায়িকা।
কিন্ত
এবার
অনেকটা
বেদনার
স্মৃতি
নিয়েই
কেটে
যাবে
বছরের
প্রথম
ও
নিজের
জীবনে
বিশেষ
দিন।
দ্বিতীয়বার
ঘর
ভাঙার
বিষয়ে
সালমা
জানান,
গত
নভেম্বরে
তাদের
বিচ্ছেদ
হয়েছে।
তিনি
বলেন.
‘ভালোবেসেই
বিয়ে
করেছিলাম
সাগরকে।
কিন্তু
মতের
অমিলের
কারণে
সেই
ভালোবাসা
টিকিয়ে
রাখা
সম্ভব
হয়নি।
কাউকে
এখানে
দায়ী
করব
না।
আমার
ভালোবাসার
মধ্যে
কোনো
ভুল
নেই।
আমার
ভালোবাসার
মধ্যেও
কোনো
অনুতাপ
নেই।
আমার
ভালোবাসা
খুবই
সুন্দর
এবং
মধুর।
এই
ভালোবাসা
ঈশ্বরপ্রদত্ত।
এই
ভালোবাসা
মরণের
আগপর্যন্ত
থাকবে।
আমি
দোয়া
করি
উনি
ভালো
থাকুক।’
এই
গায়িকা
আরও
বলেন,
পৃথিবীতে
অনেকেই
ভালোবেসেছেন।
এ
জীবনে
যারা
অনেক
বেশি
ভালোবেসেছেন,
যারা
অন্ধের
মতো
বিশ্বাস
করে
ভালোবেসেছে,
তারা
কী
ফল
পেয়েছে?
‘এখন
শুধু
গানে
মনোযোগ
দিতে
চাই।
বিচ্ছেদ
নিয়ে
ভাবতে
চাই
না।
ভালো
ভালো
গান
গাইতে
চাই।’
সালমার
সঙ্গে
বিচ্ছেদের
বিষয়টি
সামাজিক
যোগাযোগমাধ্যমে
প্রকাশ
করেন
তার
স্বামী
আইনজীবী
সানাউল্লাহ
নূর
সাগর।
গত
মঙ্গলবার
রাতে
ফেসবুকে
সাগর
লিখেছেন
‘সালমার
কাছ
থেকে
আলাদা
হয়ে
গেছি।
একান্তই
পারস্পরিক
মতের
অমিল,
চিন্তা
এবং
মানসিকতার
দূরত্বই
দুজনের
আলাদা
হয়ে
যাওয়ার
কারণ।
পারস্পরিক
সম্মান
ও
মর্যাদাকে
অক্ষুণœ
রেখে
আমাদের
বৈবাহিক
জীবনের
সমাপ্তি
ঘটালাম।
আশা
করছি,
এই
বিষয়টা
নিয়ে
নেতিবাচক
মন্তব্য
করা
থেকে
সবাই
বিরত
থাকবেন।’
প্রসঙ্গত,
২০১১
সালে
পারিবারিকভাবে
সালমার
প্রথম
বিয়ে
হয়
দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকের
সঙ্গে।
সে
সংসারে
তাদের
রয়েছে
একমাত্র
কন্যা
স্নেহা।
২০১৬
সালে
বনিবনা
না
হওয়ায়
সেই
সংসারে
বিচ্ছেদ
ঘটে।
২০১৮
সালের
৩১
ডিসেম্বর
সাগরের
সঙ্গে
দ্বিতীয়
বিয়ে
হয়
সালমার।
এই
সংসারেও
একটি
কন্যাসন্তান
রয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন