নোয়াখালী কলেজের শিক্ষার্থী অনুর ক্যালিগ্রাফি জায়গা করে নিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৪র্থ ক্যালিগ্রাফি চিত্রকর্ম প্রদর্শনী-২০২৫ এর আয়োজন করে এমএম আর্ট ফাউন্ডেশন। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা বিভাগে ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই ক্যালিগ্রাফি পেইন্টিং এক্সিবিশন। উক্ত এক্সিবিশনে নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ ওসমান ওনু-এর ❝নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে❞ লেখা অসাধারণ একটি ক্যালিগ্রাফি শিল্পকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনী চলাকালীন দেশের গুনী ও খ্যাতিমান ক্যালিগ্রাফারদের অসাধারণ ও শৈল্পিক চিত্রকর্ম দেখতে শিল্পকলা একাডেমিতে ভিড় জমান দর্শকরা। জাতীয় পর্যায়ের তৌহিদ হোসেন অনুর এমন কৃতিত্বে খুশি তার সহপাঠী, ক্লাবের সদস্য এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। এবিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তৌহিদ হোসেন অনু বলেন, প্রায় ৪ বছর থেকে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে কাজ করছি । এই ৪ বছরের পথচলায় আমার কাছে সবচেয়ে বড় অর্জন MM art foundation কর্তৃক আয়োজিত চতুর্থ ক্যালিগ্রাফি এক্সিবিশনে আমার পেন্টিং সিলেক্ট হওয়া । প্রায় দুই বছর থেকে অপেক্ষায় ছিলাম কখন সুযোগ হবে আমার সম্মানিত উস্তাদ মাহবুব মুর্শেদ স্যারের এক্সিবিশনে আমার কাজ সিলেক্ট হবে । অবশেষে সেই সুযোগ টা ও হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং স্বচক্ষে প্রদর্শনী পরিদর্শনের ও সুযোগ হলো। আমি সবার কাছে দোয়া চাই, যাতে করে আমার কাজকে আরো বড় পরিসরে মেলে ধরতে পারি।এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ও নোয়াখালী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর আবু হেনা মোস্তফা বলেন, তৌহিদ হোসেন অনুর এমন কৃতিত্বে আমরা গর্বিত। তার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আর্ট, ফটোগ্রাফি সহ শিক্ষার্থীদের যেকোনো ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা এবং প্রতিভা বিকাশে আমরা পাশে সব সময় থাকবো।