ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসার প্রসিদ্ধ মুয়াজ্জিন ও কারি শায়খ ইয়াসির কালইয়াবু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) মসজিদুল আকসায় জুমার নামাজের সময় তাঁর ইন্তেকালের ঘোষণা দেওয়া হয়। পরে আসর নামাজের পর তাঁর জানাজা সম্পন্ন হয় এবং বাব আল-সাহেরা প্রান্তরে তাঁকে দাফন করা হয়।মিসরীয় সংবাদমাধ্যম আল-ইয়াওম আল-সাবি জানিয়েছে, ‘শায়খ ইয়াসির কালইয়াবু ছিলেন ওইসব ফিলিস্তিনিদের অন্তর্ভূক্ত যারা মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাঁর সুরলিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত ও আজানের ধ্বনিতে আল-আকসা প্রান্তরে প্রকম্পিত হত।‘শায়খ ইয়াসির ছিলেন একমাত্র ব্যক্তিত্ব যিনি পবিত্র কোরআন রেকর্ড করেছিলেন এবং আল-আকসা প্রাঙ্গণে বিভিন্ন ইসলামী আলোচনা অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন। এনএম/ধ্রুবকন্ঠ