ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিশ্ববাজারে ফের দাম বাড়ল স্বর্ণ ও রুপার



বিশ্ববাজারে ফের দাম বাড়ল স্বর্ণ ও রুপার
ছবি: সংগৃহীত

মার্কিন শ্রমবাজারের দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে ফের বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে স্বর্ণের দামে। একই সাথে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রুপার দাম পৌঁছেছে।

তবে দেশের বাজারে গত ১৬ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকরের পর এখন পর্যন্ত স্বর্ণ ও রুপার দাম আর বাড়ানো হয়নি। ফলে আজ বৃহস্পতিবারও (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু দুটি।

এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম নতুন করে সমন্বয়ের ঘোষণা দেয় বাজুস। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়। এতে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায়।

নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ধরন ও ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে বলে জানিয়েছে বাজুস।

অন্যদিকে, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বিশ্ববাজারে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মার্কিন স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩৩ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে স্পট সিলভারের দাম একদিনে ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৬৬ দশমিক ২২ ডলারে। এই ঊর্ধ্বগতির প্রভাব আগামীতে দেশের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিশ্ববাজার স্বর্ণ রুপা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


বিশ্ববাজারে ফের দাম বাড়ল স্বর্ণ ও রুপার

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

মার্কিন শ্রমবাজারের দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে ফের বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে স্বর্ণের দামে। একই সাথে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রুপার দাম পৌঁছেছে।

তবে দেশের বাজারে গত ১৬ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকরের পর এখন পর্যন্ত স্বর্ণ ও রুপার দাম আর বাড়ানো হয়নি। ফলে আজ বৃহস্পতিবারও (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু দুটি।

এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম নতুন করে সমন্বয়ের ঘোষণা দেয় বাজুস। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়। এতে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায়।

নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ধরন ও ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে বলে জানিয়েছে বাজুস।

অন্যদিকে, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বিশ্ববাজারে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মার্কিন স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩৩ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে স্পট সিলভারের দাম একদিনে ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৬৬ দশমিক ২২ ডলারে। এই ঊর্ধ্বগতির প্রভাব আগামীতে দেশের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত