ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

র‍্যাবের অভিযানে টাঙ্গাইলে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার



র‍্যাবের অভিযানে টাঙ্গাইলে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

র‍্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মিনি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৭টায় টাঙ্গাইল সদর থানার আশিকপুর বাইপাস সড়কের পশ্চিম পাশে সিরাজগঞ্জ অভিমুখী লেনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় হলুদ রঙের একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রমকালে থামানোর সংকেত দিলে গাড়িটি থামে।

তল্লাশিকালে উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপ থেকে মোঃ আনোয়ার (৩৮) ও মোঃ ইমরান আলী (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়িটিতে গাঁজা বহনের কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মিনি পিকআপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা। অভিযানে ব্যবহৃত মিনি পিকআপ ও আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


র‍্যাবের অভিযানে টাঙ্গাইলে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

র‍্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মিনি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৭টায় টাঙ্গাইল সদর থানার আশিকপুর বাইপাস সড়কের পশ্চিম পাশে সিরাজগঞ্জ অভিমুখী লেনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় হলুদ রঙের একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রমকালে থামানোর সংকেত দিলে গাড়িটি থামে।

তল্লাশিকালে উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপ থেকে মোঃ আনোয়ার (৩৮) ও মোঃ ইমরান আলী (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়িটিতে গাঁজা বহনের কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মিনি পিকআপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা। অভিযানে ব্যবহৃত মিনি পিকআপ ও আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত