ঢাকা
কালিহাতীতে অবৈধ বালুমহলে ভ্রাম্যমান আদালতের অভিযান : জরমিনা আদায়

শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কোশাবেনু (মন্ডল বাড়ি ঘাট), এবং বেলুটিয়াবাড়ি এলাকার অবৈধ বাল মহলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ( ২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বাল মহলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এসয় এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৬টি বেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।