দুর্বৃত্তদের হাত থেকে প্রেসক্লাব পুনরুদ্ধার: বিভিন্ন মহলের অভিনন্দন

শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাব অবশেষে দুর্বৃত্তদের হাত থেকে পুনরুদ্ধার করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি একটি দুর্বৃত্ত চক্র প্রেসক্লাবের তালা ভেঙে জোরপূর্বক দখল করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় কালিহাতীর সকল সাংবাদিক স্থানীয় সুধী মহলের সহযোগিতায় প্রেসক্লাবটি পুনরুদ্ধার করেন। প্রেসক্লাব পুনরুদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে অভিনন্দনের ঢল নামে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফোনে সাংবাদিকদের প্রশংসা জানাচ্ছেন অনেকে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি কালিহাতী প্রেসক্লাবের নির্বাচিত পরিষদ এবং সকল সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
কালিহাতী প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই সফলতার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিক সমাজের ঐক্যই আমাদের এই বিজয়ের মূল শক্তি। ভবিষ্যতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব।