জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে কালিহাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন


শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নববর্ষের প্রথম দিন, ১ বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫), সকাল ৯ টায় কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ‘ও এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

একই দিন সকাল ৯:৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং সকাল ১০টায় বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী লোকজ মেলা আয়োজন করা হয়। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে উপজেলা শিল্পকল একাডেমিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মর্কর্তা খায়রুল ইসলাম, মিসেস খায়রুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়াসহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), উপজেলা পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ।

তাছাড়া, ১৪ এপ্রিল তারিখে সুবিধামতো সময়ে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ বছর নববর্ষ উদযাপনে স্থানীয় জনসাধারণের বিপুল অংশগ্রহণ এবং সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির চিত্র উজ্জ্বল হয়ে উঠবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button