বিনোত বিবি মসজিদ ঢাকার প্রথম মসজিদ

Islamic Heritage of Bangladesh..বিনোত বিবি মসজিদ। ঢাকার প্রথম মসজিদ। প্রাক-মুঘল স্থাপনা নারিন্দার বিনত বিবি মসজিদ। ঢাকার সবথেকে প্রাচীন মসজিদ এবং বাংলাদেশে টিকে থাকা প্রাচীন মসজিদ গুলোর মধ্যে অন্যতম।
প্রথম নির্মানকাল ১৪৫৭ খ্রিস্টাব্দ, যা মসজিদের শিলালিপি থেকে জানা যায়। বিংশ শতাব্দীতে পুনঃনির্মাণ হয়েছে।
মসজিদের একতলার বারান্দায় একটি শিলালিপি রয়েছে । শিলালিপিতে লিখিত তথ্য অনুসারে কোনো এক মরহমতের কন্যা মোসাম্মত বখত বিনোত এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন। তখন বাংলায় ছিল সুলতানি আমল!
শিলালিপিটি ব্যতিক্রম ধর্মী কারন এর প্রধান দুই লাইনে ‘ বিসমিল্লাহ ‘ ও ‘ কালিমা ‘ আরবিতে লেখা। বাকি তিনটি লাইন ফার্সিতে লেখা। বাংলাদেশে প্রাপ্ত অধিকাংশ শিলালিপিতে সাধারণত তৎকালীন সুলতানের নাম উল্লেখ থাকে, এ শিলালিপিতে তা নেই। প্রায় সব শিলালিপিতে সন তারিখ শব্দে উল্লেখ থাকে সংখ্যায় নয়, এখানে সংখ্যায় উৎকীর্ন।
ইতিহাসে বিনোত বিবির পরিচয় পাওয়া যায় না। নির্মাতা বখত বিনোত কিন্তু কেন বিনোত বিবি হলো, জানা যায় নি। বিনত বিবির পুরো নাম মোসাম্মত বখত বিনোত দোখতর-ই-মরহমত কেন তিনি এই মসজিদ নির্মান করেছেন জানা যায় নি। জনস্রুতি আছে পারস্য থেকে এই পরিবার ঢাকায় এসেছিলেন। তখন বাংলার রাজধানী ছিল গৌড়।
ঢাকা নিয়ে যারা দীর্ঘ দিন গবেষণা করেছেন এস. এম তৈফুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক আহমেদ হাসান দানী, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, ইতিহাসবিদ মুনতাসীর মামুন তারা সবাই এর প্রাচীননত্ব নিয়ে একমত হয়েছেন।
মসজিদ থেকে অল্প দূরত্বেই রয়েছে বিনোত বিবির সমাধি।
কয়েকদফায় সংস্কার হয়েছে বিনত বিবি মসজিদ । পুরোনো একতলা মসজিদটির ওপরে একই আকৃতির দুটি গম্বুজ। চারকোনায় চারটি সরু মিনার। গম্বুজ, মিনার এবং সামনে অর্থাৎ পূর্বে এবং উত্তরের দেয়াল রঙিন টাইলসের টুকরা বসানো হয়েছে। দেখতে কিছুটা চিনি টিকরির কারুকাজের মত ।
পুরোনো মসজিদের পাশে তৈরি করা হয়েছে ছয়তলা নতুন ভবন। প্রতিটি তলায় নামাজ আদায় হয় । পুরোনো মসজিদেও নামাজ হচ্ছে। মসজিদ কর্তপক্ষ জানান সব মিলিয়ে এখানে এখন প্রায় তিন হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।