Uncategorized

চট্টগ্রামে গভীর রাতে ‘কাপল ড্যান্স’ পার্টি, ২৫ নারী-পুরুষ আ’টক

পাঁচলাইশ মডেল থানার এসআই/মনিরুল ইসলাম, এসআই(নি:)/নুরুল আবছার, এসআই(নি:)/আলী বিন কাসিম, এসআই(নি:)/আজিজুল হক,এসআই(নি:)/নাসির উদ্দিন, এসআই(নি:)/সুজন বড়ুয়া, এসআই(নি:)/আব্দুল্লাহ মাসুদ, এসআই(নি:)/শরন বড়ুয়া সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশের সহায়তায় ১২/০২/২০২৫ খ্রি. তারিখ রাত ০২টা ১০ মিনিটের সময় পাঁচলাইশ মডেল থানাধীন ২নং গেইট বাদশা মিঞা পেট্রোল পাম্প সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে ৭ম তলায় অবৈধ অশ্লীল Couple Dance Party নামক অনুষ্ঠানে অভিযান পরিচালনা করে।

১। জুয়েল বড়ুয়া (৪০), ২। মোঃ মঞ্জুর (৩২), ৩। মোঃ আলমগীর (৪০), ৪। আল আমিন (৩৪), ৫। রিপন দাশ (৩৮), ৬। সজীব কুমার শীল (৩২), ৭। মোঃ নূরে আলম মিঠু (৩৩), ৮। ইমা আক্তার মুন্নী (১৯), ৯। ইসরাত জাহান এলিকা (১৯), ১০। প্রিয়া আক্তার লিজা (১৯), ১১। লাভলী আক্তার (২০), ১২। মীম আক্তার (২২), ১৩। তানিয়া আক্তার (১৯), ১৪। রাইছা আক্তার (২০), ১৫। মুন্নি আক্তার (১৯), ১৬। ফাহিমা আক্তার (১৯), ১৭। ফাতেমা আক্তার (২৬), ১৮। মিথিলা আক্তার (১৯), ১৯। জয়া হক (২২), ২০। রিয়া আক্তার (২৬), ২১। শাহিনুর আক্তার সুমি (২৫), ২২। মুক্তা আক্তার (২০), ২৩। শিউলী আক্তার (২০) ও ২৪। ফারজানা আক্তার (২৩)দেরকে আটক করে তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ মোতাবেক বিজ্ঞ আদালতের প্রসিকিউশন দাখিল করা হয় এবং আটককৃত ২৫। মনজুর আলম (৩৮) এর হেফাজত হতে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button