ধর্ম

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে রোজাদারদের জন্য ইফতার ও সাহরীরআয়োজন করছে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট

মানবিক ও ধর্মীয় মূল্যবোধের আওতায় পবিত্র রমজান মাসে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে ১৫ থেকে শেষ রমজান পর্যন্ত রোজাদারদের জন্য ইফতার ও সাহরীর আয়োজন করবে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট। ০৪ মার্চ মংগলবার জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স এর পরিচালক সৈয়দ শাহ এমরানের হাতে ইফতার ও সাহরি আয়োজনের জন্য ট্রাস্টের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। এ কর্মসূচি আয়োজন বিষয়ে ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন,ট্রাস্টের বিভিন্ন মানবিক কার্যক্রমের আওতায় গত বছরের ন্যায় এবারও ১৫ রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন ৬০০ জন রোজাদারের ইফতার এবং ২০ রমজান হতে ১৫০ জন ইতিকাফকারীর রাতের খাবার ও সাহরীর ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে বক্তারা শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’র এ ধরনের কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি ও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা আশা প্রকাশ করেন ট্রাস্টের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিরাও এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসবেন।এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি আলহাজ্ব খুরশেদুর রহমান,জেনারেল সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিন আহমেদ,জয়েন্ট ফাইনেন্স সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ মাহাবুবুল আলম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরে আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাফর উল্লাহ,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব একরামুল হক,জনাব ইয়াসিন চৌধুরি লিটন,জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদুল হক,ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button