ছাত্রদের দল জাতীয় নাগরিকপার্টির আত্নপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যার ইংরেজি নাম- ন্যাশনাল সিটিজেনস’ পার্টি (এনসিপি)। দলটির লক্ষ্য “অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রগঠন।”
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ দলের নাম ঘোষণা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার।
নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মো. নাহিদ ইসলাম। সদস্য-সচিব হয়েছেন আখতার হোসেন, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন নাসিরুদ্দীন পাটোয়ারী। এছাড়া যুগ্ম সমন্বয়ক হয়েছেন আবদুল হান্নান মাসউদ।
দলটির ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে পাঠ করা হয় গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে। তারপর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।
বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
আলোচিত ছাত্রনেতা সারজিস আলম হয়েছেন উত্তরাঞ্চলীয় মুখ্যসংগঠক এবং দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ।
তবে এই নতুননরাজনৈতিক দলকে কিংস পার্টি অর্থাৎ সরকার সমর্থিত দল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বেনারকে বলেন, “এই দলের ব্যপারে সব চেয়ে বড় সমালোচনা হলো এটি কিংস পার্টি। কারণ ছাত্ররা সরকারের সাথে ছিল এবং আছে।”
তিনি বলোন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদের নেতৃত্বে গঠিত দলের পক্ষে সরকার গঠন কঠিন হবে। তারা কতটুকু সফল হবে সেটি নির্ভর করছে ভবিষ্যতে কিভাবে রাজনৈতিক বিষয়গুলো মোকাবেলা করছে তার ওপর।”
জানুয়ারির শেষ দিকে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার পর ফাইন্যান্সিয়াল টাইমের সাথে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, তিনি বাংলাদেশের ছাত্রদের রাজনীতি করার সুযোগ দিতে চান।
তাঁর এই মন্তব্যের পরই শুরু হয় সমালোচনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, ক্ষমতায় থেকে কোনও রাজনৈতিক দল গঠন করা হলে সেটি তাঁরা মেনে নেবেন না।
তবে ছাত্রদের নেতৃত্বে গঠিত দলের সমালোচনার ব্যাপারে শুক্রবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, “এনসিপি কোনও সরকার সমর্থিত দল নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেল খেটে, পুলিশের নির্যাতন সহ্য করে দল গঠন করেছেন। এটিকে কোনভাবেই “কিংস পার্টি” বলা যাবে না।”