জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ- কণ্ঠশিল্পী আসিফ আকবর

জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ। তারই টুইন ব্রাদার মীর স্নিগ্ধ। তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদিন আমার সঙ্গে ছিল, ঐ হিসেবে আমিও স্নিগ্ধর মামা। মইনুলের বিয়ের সময় মুগ্ধ স্নিগ্ধ ছোট ছিল। দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল, খুঁজলে হয়তো পাওয়া যাবে।
মুগ্ধ নিজে ছিল স্কাউট, স্নিগ্ধও তাই। ২০শে ফেব্রুয়ারী রোভার স্কাউটের ৭ম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জে, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডঃ মুহম্মদ ইউনুস স্যার। স্নিগ্ধসহ একদল স্কাউট এসে অফিসে এসে একটা গান ধরিয়ে দিয়ে বললো গাইতেই হবে, এটা থিম সং। পরে সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু গানটিকে পরিমার্জন করে একটা কম্পোজিশান তৈরী করেছে, গানটি গেয়েও ফেলেছি। ইংল্যান্ড সফরের কারনে মূল অনুষ্ঠানে থাকতে পারবোনা।
স্নিগ্ধ জুলাই বিপ্লবের ছবি সম্বলিত স্কাউটের ক্যালেন্ডার গিফট করেছে। একজন এক্স স্কাউট হিসেবে আমি গর্বিত এমন কাজের অংশ হতে পেরে। স্নিগ্ধর সাথে দেখা হবার পর থেকে বুকের ভিতরের মোচড়টা আর বন্ধ হচ্ছেনা। শহীদ মুগ্ধর অমর উক্তি- পানি লাগবে পানি ! বারবার আপ্লুত হয়ে যাই। এগিয়ে যাক তরুন প্রজন্ম। তারুণ্যের জয়গান গাইতে সবসময়ই ভাল লাগে আমার, গেয়েই যাবো।