কোন মুভি কিংবা সিনেমায় দেখানো হাইওয়ে নয়, বাস্তব

কোন মুভি কিংবা সিনেমায় দেখানো হাইওয়ে নয়, বাস্তবেই রয়েছে এটি! জাপানের টোকিও বে অ্যাকুয়া লাইন একটি অনন্য নির্মাণশৈলী, যেটি ৪.৪ কিলোমিটার সেতু এবং ৯.৬ কিলোমিটার পানির নিচে টানেলের মাধ্যমে কাওসাকি-কিসারাজু শহরকে সংযুক্ত করেছে!
টোকিও বে অ্যাকুয়া-লাইনের সবথেকে দৃষ্টিনন্দন এবং আকর্ষনীয় দিকটি হলো- মাঝখানে থাকা কৃত্রিম দ্বীপ উমিহোটারু, দ্বীপটি একটি ভাসমান রেস্ট এরিয়া। যেখান থেকে সমুদ্র এবং শহরের অভূতপূর্ব প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়।
সৃজনশীল এই অবকাঠামোটি মূলত নির্মাণ করা হয়েছিল যেন যাতায়াতের সময় ৯০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিটে আনা যায়। টোকিও বে অ্যাকুয়া লাইন কেবলমাত্র ভৌগোলিক সীমাবদ্ধতাকেই ছাড়িয়ে যায় নি, বরং ভূমিকম্প এবং টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ সহনশীল।
উমিহোটারু দ্বীপটি শুধুমাত্র বিশ্রামস্থল-ই নয়, একটি পর্যটন কেন্দ্রও। দ্বীপটিতে থাকা দোকান, রেস্টুরেন্ট এবং দর্শনীয় স্থান সড়কপথকে এক মোহনীয় অভিজ্ঞতায় পরিণত করেছে…