ভ্রমণ

ডিএমপি কমিশনারের সাথে সংক্ষুদ্ধ ছাত্র-জনতার বৈঠক


সংক্ষুদ্ধ ছাত্র-জনতার উপর পুলিশী হামলায় ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস

আজ ১৯ জানুয়ারী ২০২৫, বিকেল ৪ টায়, ডিএমপি কমিশনারের কার্যালয়ে সংক্ষুদ্ধ ছাত্র-জনতার নেতৃবৃন্দের ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ১৫ জানুয়ারী আদিবাসী ছাত্র-জনতার উপরে স্টুডেন্ট ফর সভারেন্টির হামলায় অংশগ্রহণকারীদের গ্রেপ্তার এবং একইসাথে ১৬ জানুয়ারী সংক্ষুদ্ধ ছাত্র-জনতার উপর পুলিশী হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে সংক্ষুদ্ধ ছাত্র-জনতার নেতৃবৃন্দ অবিলম্বে দুটি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও আহতদের চিকিৎসার দায়িত্ব নেয়ার দাবি জানান।

বৈঠক সংক্ষুদ্ধ ছাত্র-জনতার পক্ষে অংশ নেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক রাফিকুজ্জামান ফরিদ, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার, ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যভুক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) সভাপতি তৌফিকুজ্জামান পিরাচা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা মহানগর শাখার সভাপতি আল-আমিন রহমানসহ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button