সারাদেশ
অপারেশন ”ডেভিল হান্ট”- রাতভর অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপ এবং টেকনাফে ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ১২ টা হতে ১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, নৌবাহিনী এবং পুলিশের সম্বনয়ে যথাক্রমে সন্দ্বীপ উপজেলাধীন সারিকাইত ইউনিয়নের শিবের হাট এলাকা এবং টেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় পৃথক দুইটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত এলাকাসমূহ হতে মোঃ আবির (২৪) ও মোঃ ছৈয়দ উল্লাহ (৪২), কে আটক করা হয়। জানা যায় অভিযানে আটককৃত ব্যক্তিদ্বয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এর নেতাকর্মী। আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।