চট্টগ্রাম নগরীতে অস্ত্রশস্ত্রসহ৫ দুর্র্ধর্ষ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা থানা পুলিশ গতকাল ৯ ফেব্রæয়ারি রোববার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি ফ্যান্সিস রোডস্থ বাচ্চু বাংলো পাহাড়ের পাদদেশের পশ্চিম পাশে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পিছনে অভিযান পরিচালনা করে অস্ত্রশস্ত্রসহ ৫ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে। দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-মোঃ আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মোঃ বেলাল (৩৩), মোঃ রুবেল (২৭) ও মোঃ আলমগীর হোসেন (৩৬)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটযুক্ত এলজি, ৬টি কার্তুজ, ২টি স্টিলের তৈরী টিপ ছোরা, ১টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের তৈরী চাপাতি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, গ্রেফতারকৃতরা অজ্ঞাতনামা সহযোগীসহ কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত এবং ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। ##