চট্টগ্রাম

বিজয়ের ৫৪ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এবি পার্টি, চট্টগ্রাম মহানগর’র বিজয় পদযাত্রা ও জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন

৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), চট্টগ্রাম মহানগর শাখা চট্টগ্রাম কালুশাহ মাজার থেকে ডিসি পার্ক শহীদ স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা, শহীদ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও পথসভা সহ নানান কর্মসূচি পালন করে।

সকাল ১০ টায় কালুশাহ মাজার পাশে পুলিশ বক্স থেকে বিজয় পদযাত্রা ডিসি পার্ক শহীদ স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় কালুশাহ মাজার পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে পদযাত্রা উদ্বোধন করেন এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও এবি পার্টির নেতা হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, চট্টগ্রাম মহানগর অর্থ ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, যুব পার্টির সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ সমন্বয়ক মুহাম্মদ জাবেদ, যুব নেতা রূপস বড়ুয়া রাজু, নাছির উদ্দিন প্রমুখ।
পদযাত্রা উদ্বোধনকালে এডভোকেট গোলাম ফারুক বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের যে অঙ্গীকার ছিল তা নানা কারণে আমরা ভঙ্গ করেছি। এবি পার্টি এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে, যুবক তরুণদের উদ্বুদ্ধ করে যুবক তরুণদের নিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। তিনি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজয় পদযাত্রা শুভ উদ্বোধন ঘোষনা করেন।
কালুশাহ মাজার পুলিশ বক্স থেকে জাতীয় পতাকা, ব্যানার শোভিত বর্ণাঢ্য পদযাত্রা ঘন্টাখানেক পর ডিসি পার্ক শহীদ স্মৃতিসৌধে পৌঁছায়। জাতীয় সঙ্গীত, মিছিল ও দেশের গান গাইতে গাইতে এবি পার্টির নেতা-কর্মীরা শহীদ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন- বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশের মানুষ রাষ্ট্রের মালিকা ফেরত পায় নাই। জুলাই গণঅভ্যুত্থানের পর এই মালিকানা ফেরত পাওয়ার ঐতিহাসিক মূহুর্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দিব না। তিনি ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহ্বান জানান। তিনি আগামীতে এবি পার্টিকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশের মালিকানা পরিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের হাতে ফেরত আনার কথা বলেন। তিনি বলেন,এবি পার্টি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। যেখানে জনগণের জন্য খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও বিনোদনের পরিপূর্ণ নিশ্চিয়তা থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button