চট্টগ্রাম

মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় নগরীর আসকার দিঘীর পাড থেকে চকবাজার মোড় পর্যন্ত এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে সভাপতির বক্তব্যে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, “১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জনের হাত ধরে প্রতিষ্ঠিত ছাত্রশিবির আজ লক্ষ লক্ষ ছাত্রের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। ছাত্রশিবির নৈতিকতা সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য, ক্যাম্পাসে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরীর জন্য প্রতিষ্ঠার শুরু থেকে কাজ করে যাচ্ছে।২০২৪ সালের ছাত্রজনতার গণ-অভ্যুত্থান— সকল আন্দোলনে ছাত্রশিবির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।”

২০জন শহীদের রক্তে রাঙ্গা এই চট্টগ্রামসহ ছাত্রশিবির সারাদেশে ক্যাম্পাস গুলোতে মেধা ও সততার ভিত্তিতে একটি জাতি গঠনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই।
এই জন্য ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ৫দফা দাবি পেশ করেন–

১. শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্রসংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
২. ক্যাম্পাস গুলোতে শিক্ষার সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা।
৩. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হল গুলো খুলে দিয়ে মেধার ভিত্তিতে সিট বরাদ্ধ দিতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগত ও সন্ত্রাসীদের মহড়া বন্ধ করতে হবে।
৫. কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

বার্তা প্রেরক
সিরাজী মানিক
প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
চট্টগ্রাম মহানগর উত্তর
যোগাযোগ:01855003073

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button