চট্টগ্রাম ডিসি পার্কে হামলা-ভাঙচুর, ফুল উৎসব পণ্ড

চট্টগ্রামের লিংকরোডের দৃষ্টিনন্দন ডিসি পার্কে হামলা ও ভাঙচুর চালিয়েছে পরিবহন শ্রমিকরা। এ সময় পার্কটিতে মাসব্যাপী ফুল উৎসব চলছিল।ভাংচুরের পাশাপাশি শ্রমিকরা লিংকরোড অবরোধ করে বিক্ষোভ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।শ্রমিক ও দর্শনার্থীরা জানায়, পার্কে প্রবেশ নিয়ে রাত পৌনে নয়টার দিকে প্রাইমমুভার শ্রমিকদের সাথে ডিসি পার্কের কর্মীদের হাতাহাতি হয়। পরে পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে পার্কে হামলা চালায়।পরে শ্রমিকরা লিংকরোডে অবরোধ করলে যানচলাচলও বন্ধ হয়ে যায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। প্রায় আধাঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল শুরু হয়।শ্রমিকদের দাবি, রাস্তায় গাড়ি দাঁড়ানোর কারণে ডিসি পার্কের নিরাপত্তা কর্মীরা চালকদের পার্কে নিয়ে গিয়ে মারধর করে।
মোহাম্মদ হাসেম নামের এক প্রাইমমুভার শ্রমিক জানান, ডিসি পার্ক বন্ধ না করা পর্যন্ত তারা প্রাইমমুভার চলাচল বন্ধ রাখবেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘শ্রমিকরা নিজেরা নিজেরা সংঘর্ষে জড়ায়। পরে তারা ডিসি পার্কে হামলা ও ভাঙচুর করে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’