চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর মোহরা থেকে গ্রেপ্তার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ

র‍্যাব -৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মামলা নং-২৬ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪,ধারাঃ-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৬/৩০৭/৩০২/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ তথৎসহ ১৯০৮ বিষ্ফোরক আইনের ৩ (ক) মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ এরশাদ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরাস্থ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৫ জানুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ১৯৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ এরশাদ (৪০), পিতা-মৃত ইব্রাহিম, সাং-উত্তর চান্দগাঁও, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ০৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button