ক্যাম্পাস বার্তা

চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আজ (২২ জানুয়ারি, ২০২৫) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন। চবি বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান হল ২য় বারের মত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এজন্য উপাচার্য হলের সকল আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য মনের প্রশান্তি অপরিহার্য। শরীরচর্চা, খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শরীরকে সুস্থ ও সবল রাখে, মনে আনে প্রশান্তি। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীর শৃঙ্খলা, নৈতিকতাবোধ, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, একনিষ্ঠতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। উপাচার্য বলেন, খেলাধুলার এ গুরুত্ব উপলব্ধি করে আমাদের শিক্ষর্থীরা জ্ঞানচর্চার পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে অবদান রেখে চলছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।

উপাচার্য চমৎকার ক্রীড়া নৈপুণ্য উপহারের মাধ্যমে দশনার্থীদের কাছে খেলা উপভোগ্য করে তুলতে ক্রীড়াবিদদের প্রতি আহবান জানান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে তিনি ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button