ইউসিটিসিতে ড. ডাও ক্যাম থুয়ের সেমিনার অনুষ্টিত
গত ৯ই জানুয়ারি ২০২৫ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এর সম্মেলন কক্ষে ভিয়েতনামের VNU ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস-এর মার্কেটিং বিভাগীয় প্রধান ড. ডাও ক্যাম থুয়ে ব্যবসায়িক কৌশল, মার্কেটিং ইনোভেশন এবং ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিশীল পদ্ধতির উপর সেমিনার অনুষ্টিত হয়৷ এতে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টি সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ইউসিটিসি স্কুল অব বিজনেজ বিভাগের এডভাইজার অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর মোঃ বজলুর রহমান, রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রার জনাব এস.এম শহীদুল আলম, স্কুল অব বিজনেজ বিভাগের বিভাগীয় প্রধান ড. শাকিল আহমেদ,উক্ত বিভাগের কোঅর্ডিনেটর সাকেরা বেগম সহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগন ,বিভিন্ন বিভাগের কোঅর্ডিনেটর , শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ । সর্বশেষে ড. ডাও ক্যাম থুয়ে ক্যাম্পাস পরিদর্শন করেন এবং প্রশংসায় লিপ্ত হয়ে ইউসিটিসির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।