চবিতে জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “Understanding Climate Change and Climate Finance: National and International Perspective” শীর্ষক ওয়ার্কশপ শনিবার (১৮ জানুয়ারি) চবি বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। চবি বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে এবং চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন ও প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ) এর জিএম ড. এ. কে. এম. নুরুজ্জামান।
চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক পরিবেশসহ সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। এ কারণে একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকান্ডসহ ব্যাপকভাবে শিক্ষাসহায়ক কার্যক্রম চলছে। চব্বিশের গণআন্দোলনের পর রাষ্ট্র মেরামতসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের অভূতপূর্ব সুযোগ এসেছে। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, গবেষণার জন্য ফান্ডের কোন সমাস্যা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আমাদের পাশে আছে। আমাদের প্রয়োজন গবেষকের। তিনি আজকের নির্ধারিত বিষয়ের ওপর কী-নোট স্পীকার ও শিক্ষক-গবেষকদের উপস্থাপিত আলোচনা-পর্যালোচনার মাধ্যমে প্রজেক্ট উপস্থাপনের বিভিন্ন নিয়ম-কানুন ও কলাকৌশল সম্পর্কে সঠিক দিক- নিদের্শনা পাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।