দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ’র প্রতিবাদে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনস্থা ও বিচারহীনতার প্রতিবাদে মহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন।
দেশব্যাপী নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের আহবায় গিয়াস উদ্দিন শারজিলের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনের শুরু হয়।মানববন্ধনের প্রধান বক্তা কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হাবিব, উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন আকাশ, যুগ্ন আহবায়ক আরিফ হোসেন সুমন,ছাত্রদল নেতা জামাল উদ্দিন শিকদার, আবরারুল হক, মোহাম্মদ কলিমুল্লাহ, মোঃ মনির হোসেন, মোহাম্মদ আশিক, মোহাম্মদ আমির, মোহাম্মদ কাউসার, সহ কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দু। এ সময় বক্তারা বর্তমান প্রতিস্থিতি নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।