ক্যাম্পাস বার্তা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ন্যাক্কারজনক পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে আজ ১০ ফেব্রুয়ারি দুপুরে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত শিক্ষক ও গতকাল দুপুরে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ন্যাক্কারজনক পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা অবিলম্বে সুপারিশপ্রাপ্ত শিক্ষক ও ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও বৃহস্পতিবার হাইকোর্টের এক রায়ে নিয়োগ বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে গত কয়েক দিন ধরেই আন্দোলন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তারই ধারাবাহিকতায় তাঁরা আজ সোমবার দুপুরে শাহবাগে আন্দোলনরত ছিলেন। শিক্ষকদের এ ন্যায্য আন্দোলনে পুলিশ বর্বরভাবে লাঠিচার্জ করে, জলকামান ছোড়ে, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে । এর আগে ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, নতুন পদ সৃষ্টি করাসহ চার দফা দাবিতে তিন মাস ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় ম্যাটস শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে বিক্ষোভ করলে শিক্ষা ভবনের সামনে পুলিশ শিক্ষার্থীদের উপরেও নির্মমভাবে আক্রমণ করে। সেখানে ১৮ জন শিক্ষার্থী আহত হয়। এর আগে জানুয়ারির শেষের দিকে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের দাবিতে করা আন্দোলনেও পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করে। গণ-অভ্যুত্থানের মাত্র ৬ মাস পেরিয়েছে। এরই মধ্যে সরকার জনগণের গণতান্ত্রিক আন্দোলনগুলিতে পুলিশী হামলা ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।”

নেতৃবৃন্দ আরো বলেন, “জনগনের কোনো ন্যায্য আন্দোলনে পুলিশী হস্তক্ষেপ ও নির্যাতন সরকারের অগণতান্ত্রিক আচরণেরই বহিঃপ্রকাশ। অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ প্রত্যাশা করেছিল– আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যেসমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল, অন্তর্বতীকালীন সরকারের সময় সেগুলো ফিরে পাবে। কিন্তু জনগণের সমস্ত আশা-আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত করে সরকার ছাত্র-শিক্ষক-শ্রমিকসহ জনগনের সমস্ত অংশের মানুষের ন্যায্য আন্দোলন দমনের বর্বর আওয়ামী রাস্তাকেই বেছে নিচ্ছে– যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।”

নেতৃবৃন্দ গত দু’দিনে হামলার সঙ্গে জড়িত পুলিশের বিচার, আহত ছাত্র ও শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থা এবং অবিলম্বে সুপারিশপ্রাপ্ত শিক্ষক ও ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button