পুতুলের বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক
সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সংস্থাটির দাবি, যোগ্যতা না থাকলেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে বসান। এদিকে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিকসহ পরিবারের পাঁচ জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুদক।
অটিজম নিয়ে কাজ করা শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে দুদক? ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন পুতুল।
পুতুলকে পরিচালক পদে বসানোর পেছনে ক্ষমতার প্রভাবের কথা কে জানিয়েছে তা পরিস্কার করেননি দুদক মহাপরিচালক।
ব্রিটিশ মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নামছে দুদক। একই সাথে তার চাচা তারেক সিদ্দিকসহ পরিবারের পাঁচজনের সম্পদের হিসাব মিলিয়ে দেখা হচ্ছে।
এদিকে, টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগের প্রভাবশালী দুই এমপি ও তাদের পরিবারের অর্থ পাচারের মামলা করেছে দুদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদেশি ইনকামিং কলের ৩ কোটি ৩২ লাখ মার্কিন ডলার দেশে ফিরিয়ে আনেনি সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিবারিক প্রতিষ্ঠান রাতুল এন্টার প্রাইজ। অর্থ পাচারের অপরাধে নানকসহ তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
নানকের পথে হেটেছেন সাবেক এমপি শামীম ওসমান পরিবারের ‘কে টেলিকমিউনিকেশনস। ক্ষমতার প্রভাবে ২ কোটি ৫১ লাখ মার্কিন ডলার দেশে না এনে অর্থ পাচারের অপরাধ করেছে ওসমান পরিবার।
এদিকে, চটপটি ও দুটি হোটেল বন্দক রেখে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের শাখা থেকে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেযারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।
অর্থ পাচারসহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মূখ্যসচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি।