ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডবোকেট নাজিম উদ্দিন জানান, আদালত আসামী ও রাষ্ট্র পক্ষের আইনজীবিদের শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছে। ৩ ডিসেম্বর জামিন শুনানির দিন থাকলেও কোনও আইনজীবী না থাকায় শুনানির দিন ২ জানুয়ারি ধার্য করেছিল আদালত। এসময় আইনজীবি সমতির সভাপতি এডভোকেট আলীফ হত্যা সহ আদালত এলাকায় সহিংসতার সব মামলায় চিন্ময়কে আসামি করার দাবি জানান।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে আসেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবী। জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য।
জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য।