চট্টগ্রামে শানে মুস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত
জমিয়তুল ফালাহ্ মসজিদে শানে মুস্তফা (দ.) মাহফিলে বক্তারা
দ্বীন ইসলামের জন্য আত্মোৎসর্গীত ছিলেন হযরত সিদ্দিকে আকবর (রা.)
জমিয়তুল ফালাহ শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে মাসিক শানে মুস্তফা (দ.) মাহফিল ২৮ ডিসেম্বর মসজিদ প্লাজায় অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, ইসলামের প্রারম্ভিক সময়ে প্রিয় নবীর (দ.) সান্নিধ্যে এসে দ্বীন ইসলামের বিকাশে অসামান্য অবদান রাখেন ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিকে আকবর (রা.)। সমস্ত ধন সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছেন তিনি। দ্বীন ইসলামের জন্য আত্মোসর্গীত ছিলেন হযরত সিদ্দিকে আকবর (রা)। সর্ববিধ বিষয়ে তাঁর জ্ঞান-পা-িত্য দেখে এবং অনুপম চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়ে অনেকেই ইসলামে দীক্ষিত হন। তিনি ছিলেন ইসলামের দুঃসময়ে ত্রাণকর্তা স্বরূপ।
মাহফিলে সভাপতিত্ব করেন পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদুর রহমান।
প্রধান আলোচক ছিলেন, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। অন্যান্য ওলামাদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ, জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক। হাফেজ মাওলানা মুহাম্মদ জালালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সেক্রেটারি জেনারেল প্রফেসর কামাল উদ্দীন আহমদ, আলহাজ্ব মাহাবুবুল আলম, ঈসাপুর দরবার শরীফের শাহজাদা আলহাজ্ব মুহাম্মদ শফিউল আজম, আলহাজ মাঈনুদ্দীন হোসাইন মিঠু, আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন, মুহাম্মদ জহির। মিলাদ কেয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।