জাতীয়

বৈষম্য, দখল ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার বিকল্প নাই – জাতীয় নাগরিক কমিটি

জুলাই আন্দোলনের ঘোষণা এবং চেতনাই ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ। ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্টের পতন ও আন্দোলন সফল হয়েছে ঠিকই কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বৈষম্য,দখল ও চাঁদাবাজিমুক্ত প্রত্যাশিত বাংলাদেশ হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লায় শহরের নজরুল ইনস্টিটিউটে এক মতবিনিময় এ সব কথা বলেন নেতৃত্ববৃন্দ। কুমিল্লা রাইজিং নামক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সদস্য হাফছা জাহান।

বক্তরা বলেন- এদেশে ফ্যাসিষ্টদের কোন ঠাঁই নেই। পলাতক খুনি হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে এনে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। দেশের ছাত্র- জনতা -শিশু হত্যার বিচার এ সরকারকে করে যেতে হবে।

এছাড়াও সকল পেশাজীবি- নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, যেন নতুন বাংলাদেশে পূর্বের স্বৈরাচার ফ্যাসিষ্ট দ্বারা আক্রান্ত না হয়। কোন দল নতুন করে ফ্যাসিস্ট না হয়ে উঠে।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মো: আতাউল্লাহ বলেন, “৫ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের বীজ বপন করা হয়েছে তা রক্ষা করতে হবে। আমরা বিপ্লবেও আছি এবং নির্বাচনেও আছি। ঐক্যের বাংলাদেশ গড়াতে প্রয়োজনে তরুণরাই অগ্রসেনা।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মো: তরিকুল ইসলাম বলেন, “নাগরিক কমিটির সাথে একত্রে কাজ করে কুমিল্লাকে শক্তিশালী করার আহবান জানায়। আগামী নির্বাচনে ভোট ও ব্যালটের মাধ্যমে আরেকটি বিপ্লব করবে তরুণ প্রজন্ম।”

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, ” অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও তাড়াতাড়ি নির্বাচন চাই, আমরা নির্বাচন বিরোধী নই, বরং আমরাই চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে নির্বাচন, কারণ নির্বাচনের মাধ্যম বিজয়ী হয়ে আমরাই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত।”

“বর্তমান সময়ে নারীরা পদে পদে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। কর্মস্থল থেকে বিপ্লবী মিছিলে তাদের সরব অবস্থান জানান দিচ্ছে। এই বিপ্লবী জনগোষ্ঠীকেও রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসতে হবে” – জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাদিয়া ফরজানা দিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেল, মোহাম্মদ টিটু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা’র মুখপাত্র ইমপা ফারহা, চড়াকার জহিরুল হক দুলাল, জুলাই আন্দোলনে ফ্যাসিষ্ট কর্তৃক আহত সাংবাদিক এম.কে নুর আলমসহ অনেক নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button