চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, নাট্যকার, গীতিকার সনজিত আচার্য্য’র স্মরণসভা
সনজিত আচার্য্য’র স্মরণসভায় বক্তারা
সনজিত আচার্য্য’র গান
আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে
চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, নাট্যকার, গীতিকার সনজিত আচার্য্য’র স্মরণসভা ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর চেরাগী পাহাড়স্থ সিআরএস টিভি কার্যালয়ে চট্টল সুরাঙ্গন’র আয়োজনে সংগঠনের সভাপতি শিল্পী মুক্তা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, নাট্যাভিনেতা এস এ রহিম, সংগীত শিল্পী কল্যাণী ঘোষ, মানবাধিকার সংগঠক জাফর ইকবাল, সংগীত শিল্পী হাসান জাহাঙ্গীর। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তি মোঃ সেলিম নুর, সংগীত শিল্পী ইকবাল হায়দার, গীতা আচার্য্য, মিলন আচার্য্য, হাসনা জান্নাত মিকাত, আবৃত্তি শিল্পী শারমিন আক্তার লুবনা, সনজিত আচার্যে্যর কন্যা ঊর্মি আচার্য্য, রুমঝুমি আচার্য্য, শিল্পী প্রিয়া ভৌমিক, তাপস চৌধুরী, গীতিকার মাসুম খান, উত্তম কুমার আচার্য্য, রুমেন চৌধুরী, আসিফ ইকবাল, শিল্পী ইকবাল পিন্টু ও গীতিকার আবছার উদ্দিন অলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঠনের সাধারণ সম্পাদক আসিফ চৌধুরী। বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক গানের সুরের সাম্পান মাঝি সনজিত আচার্য্য আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তাঁর জনপ্রিয় গানগুলো এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শুনা যায়। বক্তারা তাঁর লেখা গান, সুর গুলো যথাযথ সংরক্ষণের জন্য কতৃর্পক্ষের নিকট দাবি জানান।