চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে অস্ত্র পাচারকালে মিজোরামে চীনা বিদ্রোহী গোষ্ঠীর ৫ সদস্য আটক
ভারত থেকে বিশাল অস্ত্র পাচারের চেষ্টাকালে ৫ জনকে আটক করেছে মিজোরাম পুলিশ। তারা দাবি করেছে, এ অস্ত্রগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছিল। বুধবার সাইথা গ্রাম সংলগ্ন এলাকায় পুলিশের অভিযান চলাকালে মিয়ানমারের চীন ন্যাশনাল ফ্রন্ট (সিএনএফ)-এর এক নেতা সহ ৫জন বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মিয়ানমারের চীন ন্যাশনাল ফ্রন্ট (সিএনএফ) থেকে বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে সক্রিয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বিদ্রোহী সংগঠনকে বাণিজ্যিক উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।
পুলিশের মতে, এটি মিজোরামে উদ্ধার হওয়া সবচেয়ে বড় অস্ত্রের চালানগুলোর মধ্যে একটি। এ ৫জন ব্যক্তি মিজোরামের পশ্চিমাঞ্চলের মামিত জেলার একটি এলাকা থেকে গ্রেপ্তার হন, যা ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। অভিযান চলাকালে পুলিশ ৫জনের কাছ থেকে ৬টি একে-৪৭ রাইফেল, ১০,০৫০টি গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করে।
মিজোরামে চীন ন্যাশনাল ফ্রন্ট (সিএনএফ) দলের নেতার গ্রেপ্তারকে অস্ত্র পাচার বিরোধী অভিযানের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মামিত জেলার পশ্চিম ফাইলেং থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে, যাতে অস্ত্র পাচারের চক্রটি উদ্ঘাটিত এবং ধ্বংস করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানটি একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়েছে এবং এটি মিজোরামে অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, সীমান্ত পেরিয়ে অবৈধ অস্ত্র পাচারের ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধে এই অভিযানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।