সাবেক ওসি প্রদীপের স্ত্রীর জামিন চেম্বারে স্থগিত
দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমারের দণ্ডিত স্ত্রী চুমকি কারণকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।
একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ১৩ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।এর আগে, গত ৮ ডিসেম্বর চুমকির জামিন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের দেওয়া সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ২০২২ সালের ৩১ জানুয়ারি প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এর মধ্যে ২০২০ সালের ২৩ আগস্ট অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা করেন দুদক।এরপর ২০২২ সালের ২৭ জুলাই ওসি প্রদীপ কুমার দাশের ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ। পরে চুমকি হাইকোর্টে আপিল করেন। সেই আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে গত রোববার তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।মামলার শুরু থেকে চুমকি পলাতক থাকলেও ২০২২ সালের ২৩ মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের শেষ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি কারাবন্দি।