সিএমপি’র চান্দগাঁও থানার আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১৩ জন আসামী গ্রেফতার
সিএমপি’র চান্দগাঁও থানার আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১৩ জন আসামী গ্রেফতার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/আলী বিন কাসিম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় ঈগল-৩১২ ডিউটি করাকালে ইং ২৭/১২/২০২৪ তারিখ রাত ১২:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন আবাসিক হোটেল সমূহে অভিযান পরিচালনা করে বহদ্দারহাট অবস্থিত আবাসিক হোটেল গুলজার, নিরিবিলি এবং পপুলার হইতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত আসামী ১। সুমন দাশ (৩২), পিতা-নির্মল কান্তি দাশ, মাতা-নমিতা দাস সাং-বেতাগী রামগতির হাট রতন মাস্টারের বাড়ী, থানা- রাংগুনিয়া, জেলা-চট্টগ্রাম ২। কামাল হোসেন (৪৭),পিতা-আয়াত আলী, মাতা-মৃত জমিলা খাতুন, সাং-ধামতি আলীয়া মাদ্রাসা চৌধুরী বাড়ী, থানা- দেবিদ্বার, জেলা-কুমিল্লা ৩। নয়ন ত্রিপুরা (৩৫),পিতা-রতন ত্রিপুরা, মাতা-লক্ষী রানী ত্রিপুরা, সাং-খইয়াপাড়া, মেম্বারবাড়ি, থানা-ভুজপুর, চট্টগ্রাম, ৪।মোঃ সিরাজুল হক সোহেল (৬২),পিতা-মৃত মুন্সি আহমদ, মাতা-ফাতেমা খাতুন, সাং-দক্ষিণ চরতি আহাম্মদ সফা সওদাগরের বাড়ী,থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৫। সিরাজুল ইসলাম বাঙ্গালী (৩৭), পিতা-মৃত সামছুল ইসলাম, মাতা-শামসুন নাহার, সাং-নরপার্টি মলুর বাপের বাড়ী, থানা-লাকসাম, জেলা-কুমিলা, ৬। মোঃ হাবিব (২০), পিতা-মৃত আলী আকবব, মাতা-আনোয়ারা বেগম, সাং-মৌলভী পুকুরপাড় গাবতল, সিরাজুল হক কন্ট্রাক্টরের বাড়ী, থানা-চান্দগাঁও জেলা-চট্টগ্রাম ৭। মোঃ সোহাগ মিয়া (২১), পিতা-ভুলু মিয়া, মাতা-সালমা আক্তার, সাং- শাহাজাদাপুর কোনাপাড়া আব্দুল হক মেম্বারের বাড়ী, থানা-সরাইল জেলা-ব্রাহ্মমণবাড়ীয়া ৮। মোঃ আবরার ফাহিম (২১), পিতা-মৃত ছাদেক হোসেন, মাতা-এপি চৌধুরী, সাং- পূর্ব পূইছড়ি, মাস্টার কবীর আহম্মেদের বাড়ী, থানা-বাশখালী, চট্টগ্রাম, বর্তমানে-চকবাজার কাপাশগোলা মুনতাছির টাওয়ার, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম, ৯। রনি মিত্র (২২), পিতা-সাধনমিত্র, মাতা-আখিঁ মিত্র, সাং পুর্ব কইনা মিত্র বাড়ী, থানা- আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ১০। পারুল বেগম (৩০), পিতা-মৃত নরুল ইসলাম, মাতা-বিবি মরিয়ম, সাং-দক্ষিণ শাহাপুর, ইছহাক চৌকিদারের বাড়ী থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে-আতোয়ের ডিপো, তারেরাবাদ বড়–য়া বিল্ডিং, থানা- পাঁচলাইশ, জেলা- চট্টগ্রাম, ১১। শ্রাবন্তী দাস (২০), পিতা-সুকুমার দাস, মাতা-বিউটি দাস, সাং-মোনহরখালী ফিসারীঘাট, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ১২। ফারিয়া বিনতে খালেক (২১), পিতা-আবদুল খালেক, মাতা-রহিমা বেগম, সাং-টেকপাড়া, হাজী আবদুল খালেদ এর বাড়ী থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-চকবাজার কনটিনেন্টাল ম্যানসন, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম, ১৩। মোঃ খালেদা বেগম (২৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-দিলদার বেগম, সাং-শিলবুনিয়া পাড়া, গোদারবিল জয়নাল আবেদীনের বাড়ী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমানে-বরিশাল বাজার, কাশেম কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদের‘কে মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারার অপরাধ করাই একই আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।