বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ফ্রি মেডিক্যাল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে
শেকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের
উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ,
কোষাধ্যক্ষ মো. আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অধিদপ্তরের পরিচালক প্রফেসর
ড. মো. আশাবুল হক, প্রক্টর ড. মো. আরফান আলী এবং টিএসসি পরিচালক প্রফেসর মো. আখতার
হোসেন। এ ছাড়াও এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সারসহ এ্যাব ও শেকৃবির
সাবেক–বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, ‘তারেক রহমানের জন্মদিন
উপলক্ষে আমরা ব্যতিক্রমধর্মীভাবে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছি। শিক্ষক,
কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সবাই অংশ নিয়েছেন। পূর্বে প্রস্তুত করা তালিকায়
শতাধিক ছেলে ও ৫০ জনের বেশি মেয়ে রেজিস্ট্রেশন করেছে। আমরা শুধু প্রেসক্রিপশনই দিইনি,
প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করেছি।
মেডিক্যাল ক্যাম্পে যোগ দিয়ে উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, ‘আজ এমন
একজন মানুষের জন্মদিন, যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। এই উপলক্ষে শেকৃবি ছাত্রদল
সম্পূর্ণ ভিন্নধর্মী একটি আয়োজন করেছে। এখানে নেই কোনো কেক বা আনুষ্ঠানিকতা—বরং মানুষের
চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। আমি
শেকৃবি ছাত্রদলকে ধন্যবাদ জানাই।’
তিনি
আরো বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার লক্ষ্য ছিল শেকৃবিকে বিশ্বমানের
বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। সবার সহযোগিতায় তা সম্ভব হয়েছে।’
দিনব্যাপী
আয়োজিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও
শিক্ষার্থীরা স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ধ্রুবকন্ঠ/এনএম
বিষয় : তারেক রহমান ছাত্রদল মেডিক্যাল ক্যাম্প
.png)
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ফ্রি মেডিক্যাল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে
শেকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের
উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ,
কোষাধ্যক্ষ মো. আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অধিদপ্তরের পরিচালক প্রফেসর
ড. মো. আশাবুল হক, প্রক্টর ড. মো. আরফান আলী এবং টিএসসি পরিচালক প্রফেসর মো. আখতার
হোসেন। এ ছাড়াও এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সারসহ এ্যাব ও শেকৃবির
সাবেক–বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, ‘তারেক রহমানের জন্মদিন
উপলক্ষে আমরা ব্যতিক্রমধর্মীভাবে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছি। শিক্ষক,
কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সবাই অংশ নিয়েছেন। পূর্বে প্রস্তুত করা তালিকায়
শতাধিক ছেলে ও ৫০ জনের বেশি মেয়ে রেজিস্ট্রেশন করেছে। আমরা শুধু প্রেসক্রিপশনই দিইনি,
প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করেছি।
মেডিক্যাল ক্যাম্পে যোগ দিয়ে উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, ‘আজ এমন
একজন মানুষের জন্মদিন, যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। এই উপলক্ষে শেকৃবি ছাত্রদল
সম্পূর্ণ ভিন্নধর্মী একটি আয়োজন করেছে। এখানে নেই কোনো কেক বা আনুষ্ঠানিকতা—বরং মানুষের
চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। আমি
শেকৃবি ছাত্রদলকে ধন্যবাদ জানাই।’
তিনি
আরো বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার লক্ষ্য ছিল শেকৃবিকে বিশ্বমানের
বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। সবার সহযোগিতায় তা সম্ভব হয়েছে।’
দিনব্যাপী
আয়োজিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও
শিক্ষার্থীরা স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ধ্রুবকন্ঠ/এনএম
.png)
আপনার মতামত লিখুন