চট্টগ্রাম

পেকুয়া উপজেলা কৃষকলীগ সভাপতি মেহের আলী গ্রেফতার

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামী মেহের আলীকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে, কক্সবাজার জেলার চকরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনের আওতায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মেহের আলী (৫০) বাকলিয়ায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে ২৫ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৮টা ৪০ মিনিটে র‍্যাব-৭ এর একটি দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহের আলী তার পরিচয় নিশ্চিত করে এবং মামলার পলাতক আসামী বলে স্বীকার করে। জানা যায়, তিনি পেকুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি এবং কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম ওরফে বাইট্টা জাফরের ঘনিষ্ঠ সহযোগী।

র‍্যাবের তথ্য অনুযায়ী, মেহের আলীর বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থার জন্য চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button