জাতীয়

গণজমায়েতের দিকে এগোচ্ছে মার্চ ফর গাজা

পূর্বঘোষিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার জন্য ইতিমধ্যে হাজার হাজার মানুষ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জমায়েত হয়েছে।বিভিন্ন জায়গা থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পথে এগুচ্ছে। ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটিই হবে সবচেয়ে বড় জমায়েত, বলছে এই কর্মসূচির আয়োজকরা।

গতকাল রাত থেকেই রাজধানী ঢাকাতে সারাদেশ থেকে জমায়েত হয়েছে হাজার হাজার মানুষ। ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্চ ফর গাজা সফল করার জন্য হাজার হাজার মানুষের স্লোগান মিছিলে ইতিমধ্যে মুখরিত হয়েছে ঢাকার রাজপথ।ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা হাতে মিছিল করছে জনতা।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

ডেস্ক রিপোর্ট

ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button