চট্টগ্রামে আধুনিক কাস্টমস ও রাসায়নিক পরীক্ষাগার নির্মাণের উদ্যোগ

চট্টগ্রামে একটি আধুনিক, বিশ্বমানের কাস্টমস হাউস ও স্বয়ংসম্পূর্ণ রাসায়নিক পরীক্ষাগার নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। তিনি বলেন, সিঙ্গাপুর শুধুমাত্র বন্দরকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে। তেমনি, বাংলাদেশের সমুদ্র সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশও অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে।
তিনি আরও বলেন, ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থা কার্যকর না হলে রাজস্ব আহরণ সম্ভব নয়। রাজস্ব সরকারের জন্য যেমন প্রয়োজন, তেমনি ব্যবসায়ীদের জন্য প্রয়োজন স্বাচ্ছন্দ্যে ব্যবসার পরিবেশ। দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে, তাহলেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের প্রাক বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় এনবিআর চেয়ারম্যান কাস্টমস এজেন্টদের বাজেট প্রস্তাবনার প্রশংসা করে বলেন, পণ্যের শ্রেণীবিন্যাসে অসংগতি ও শুল্ক ফাঁকির বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যৌক্তিক প্রস্তাবনাগুলো ইতিবাচকভাবে বিবেচনা করা হবে এবং কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা সংশোধনের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
তিনি আরও জানান, একটি সিএন্ডএফ লাইসেন্স দিয়ে দেশের সব কাস্টম হাউস ও ষ্টেশনে কাজ করার সুযোগ করে দিতে লাইসেন্সিং সিস্টেমকে অটোমেটেড করা হবে। কাস্টমস এজেন্টদের টেকনিক্যাল কাজে দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে তিনি তাদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন। তিনি বলেন, কাস্টমস এজেন্টরা রাজস্ব আহরণের মূল চালিকাশক্তি। আমদানি-রপ্তানি কার্যক্রমে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।
বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী। তিনি সিএন্ডএফ পেশাকে গতিশীল করতে লাইসেন্স হস্তান্তর সহজীকরণ, উৎসে কর হ্রাস, এবং শ্রেণীবিন্যাস ও শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার একগুচ্ছ প্রস্তাব এনবিআর চেয়ারম্যানের কাছে বই আকারে উপস্থাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, বিভিন্ন কমিশনারেট ও কর অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, এসোসিয়েশনের উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্যরা, বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।