সন্দ্বীপে ১১ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ: বদলে যাবে গুপ্তছাড়া

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত গুপ্তছাড়া ঘাট থেকে রহমতপুর বেরীবাঁধ পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়নে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার ইতোমধ্যেই ৪৮ ফিট প্রশস্ত সড়কের জন্য জমি বরাদ্দ দিয়েছে এবং সড়কটির সীমা নির্ধারণ করে খুঁটি বসিয়ে ডিমার্কেশন সম্পন্ন করেছে।
শীঘ্রই এই সড়কের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে হাট-বাজার অংশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ২৪ ফিট প্রশস্ত আরসিসি ঢালাই সড়ক নির্মাণ করা হবে। এছাড়া দুই পাশে ৬ ফিট প্রশস্ত শোল্ডার এবং ৩ ফিট প্রশস্ত ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। যানবাহনের পার্কিং এবং ব্যবসায়ীদের সুবিধার্থে অতিরিক্ত জায়গার ব্যবস্থাও রাখা হবে, ফলে পুরোপুরি কার্যকরভাবে রাস্তাটি করতে প্রায় ৪০ ফিট পর্যন্ত জায়গার প্রয়োজন হবে।
উপজেলার জনসাধারণ, ব্যবসায়ী, সিভিল সোসাইটি, সাংবাদিক, পেশাজীবী এবং প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে। আগামী কোরবানির ঈদের আগেই হাট-বাজার অংশের ৩ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে। বাকি অংশও পরপর সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এই উন্নয়ন প্রকল্পটি সন্দ্বীপের পরবর্তী যোগাযোগ ব্যবস্থার রূপান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। রাস্তার গুণগত মান রক্ষা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের তদারকির আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এই প্রকল্পটি সন্দ্বীপের উন্নয়নে যুক্ত উপদেষ্টা ড. ফাওজুল কবির খানের অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলোর একটি।