ঈদ যাত্রায় বিগত বছরের তুলনায় এবছর নির্বিঘ্নে ঘরে ফিরছে ঘরমুখো মানুষ-মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ ৩০ মার্চ ২০২৫ খ্রি. রোজ রবিবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শন করেন এবং নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চ যাত্রীদের সাথে কথা বলেন । এই সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজি জনাব কুসুম দেওয়ান মহোদয়। আরো উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ঢাকা অঞ্চলসহ নৌপথের সাথে সংশ্লিষ্ট এবং আইন-শৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ । পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত প্রত্যক্ষ শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এক সংক্ষিপ্ত প্রেস বিফ্রিং-এ অংশগ্রহণ করেন।
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, তিনি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের প্রতি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন।