চট্টগ্রামের পাঁচলাইশে অপহরণ মামলার দুই আসামিকে আটকের পর বিএনপি নেতাদের তৎপরতা

চট্টগ্রামের পাঁচলাইশ থানার এস.আই. তানজিদ নেতৃত্বে এক অভিযানে আওয়ামী লীগ সদস্য মোবারকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৮:৩০ মিনিটের দিকে চট্টগ্রাম শহরের দুই নম্বর গেট বেবি সুপার মার্কেটের সামনে চেকপোস্টে একটি অটোরিকশা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বর্মা জাফর ও মোবারক
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এরা লিটন নামক এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার আসামি। মোবারকের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল এবং তিনি বায়েজিদ এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী লেদু হাজীর ঘনিষ্ঠ বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর পাঁচলাইশ থানায় নিয়ে গেলে বিএনপির কয়েকজন নেতা মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে দাবি করেছে একটি সূত্র।
এছাড়াও, জানা গেছে মোবারকের বিরুদ্ধে পিবিআইতে নারী নির্যাতনের একটি মামলা রয়েছে, যার কারণে তিনি জামিনে নেই।
বায়েজিদ থানায় তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত মামলাও রয়েছে।পাঁচলাইশ থানার ওসি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মোবারককে বায়েজিদ থানায় পাঠানো হবে, যেহেতু সেখানে তার নামে একাধিক মামলা রয়েছে।