ক্যাম্পাস বার্তা

বৃষ্টি উপেক্ষা করে গাজায় হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মো.এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা, ভারতের নাগপুরে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে চালানো ইসরায়েলি হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়া এবং ভারতে অনবরত মুসলিম নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর ২ ঘটিকায় জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ২য় গেইট থেকে ১ম গেইট হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ৩য় একাডেমিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “ফ্রি ফ্রি প্যালেস্টাইন,” “ফিলিস্তিন মুক্তি পাক,” “ইসরায়েল নিপাত যাক,” “গাজাবাসী মুক্তি পাক,” “ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও” ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও, —এমন নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যান।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা বর্বরতার চূড়ান্ত প্রকাশ। আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করেছে, যা ক্ষমার অযোগ্য। নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।”

তারা আরও বলেন, “বিশ্ব মানবতার এই সংকটে আমাদের নীরব থাকা উচিত নয়। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” পাশাপাশি তারা আওয়ামী লীগের রাজনীতি বন্ধেরও দাবি জানান।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সর্বস্তরের মুসুল্লিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button